সরিষাবাড়ীতে কঙ্কাল চুরি, আটক ২
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে কবর থেকে দুই শিশুর কঙ্কাল চুরির ঘটনায় পোগলদিঘা গ্রামের রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেনের ছেলে শেখ ফরিদ (২৪) ও সাগর আলীর ছেলে মোহাম্মদ আলী (১৮) কে আটক করেছে পুলিশ।
২৪ জানুয়ারি দুপুরে দুই ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, ২১ জানুয়ারি গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে কঙ্কাল চুরি হয়।
স্থানীয়রা কঙ্গালচোরদের আটক শেষে পুলিশে সোপর্দ করেন। তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।