নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
🕧Published on:
নন্দীগ্রাম বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌরসভা, উপজেলা জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী যুবলীগ, কুন্দারহাট হাইওয়ে থানা, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব, ফায়ার স্টেশন, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, গ্রাম পুলিশ, সরকারি মহিলা কলেজ, মনসুর হোসেন ডিগ্রি কলেজসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সামজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।
উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোসলেম উদ্দিন, পৌরসভার মেয়র আনিছুর রহমান, থানার ওসি মো. হাসান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহেরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেদী হাসান মাফু, যুগ্ম আহবায়ক জহুরুল হক মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ। এদিকে গতকাল সোমবার বেলা ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা করে উপজেলা প্রশাসন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।