ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে পরিবারে প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

🕧Published on:

ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে পরিবারে প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ



 : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলক‚প ইউনিয়নের ৩২ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে 'এফভি সোনার মদিনা-২' ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন। 

গত ১৩ ফেব্রুয়ারী তারা ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন বলে নিশ্চিৎ করেন বোট মালিক পক্ষ। আটককৃত জেলেদের উদ্ধারে বাঁশখালী উপজেলা প্রশাসন উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও দীর্ঘ ২৫ দিন অতিবাহীত হলেও ফেরত আনতে সক্ষম হয়নি।

এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিলক‚প ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটককৃত বাঁশখালীর শীলক‚প ইউনিয়নের ৩২ জন জেলে পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিলক‚প ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ রহিম উল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, ছাত্রনেতা মিজান সিকদার প্রম‚খ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, আটককৃত জেলেদের মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আশা করা যাচ্ছে আটককৃত জেলেরা অচিরেই মুক্তি পাবেন এবং নিরাপদে দেশে ফেরত আসবেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।