রৌমারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীতে চলতি অর্থ বছরের ২০২১-২০২২ খরিপ-১, মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও কীটনাশক সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বর থেকে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার) আশরাফুল আলম রাশেল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রথম পর্যায় ১ হাজার কৃষককে ৫ কেজি ধান বীজ, ২০কেজি ডিএপি রাসায়নিক সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।