মুক্তি পাচ্ছে আমার মেঘলা আকাশ
🕧Published on:
বিনোদন প্রতিবেদক : আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সংগীত শিল্পী জীবন ওয়াসিফ ও জয়া খানের মিউজিক ভিডিও ‘আমার মেঘলা আকাশ ’। ইউটিউব চ্যানেল এইচ এম মাল্টিমিডিয়া থেকে বিকেল ৫ টায় মুক্তি পাচ্ছে।
আমিনুল ইসলাম মিন্টুর কথায় সুর করেন জীবন ওয়াসিফ ও সঙ্গীত আয়োজনে রোহান রাজ।মনিরুল ইসলাম জিএসবিডি'র ভিডিও পরিচালনায় অভিনয় করেছে জীবন ওয়াসিফ ও জয়া খান। তাদের দুজনের কন্ঠে "রূপকথার মতো তুমি""জোসনা মাখা রাত""ও সোনা বউ""ঘরে থাকেনা মন"গাঁও গেরাম" শিরোনামে অসংখ্য মিউজিক ভিডিও কিছু দিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে বলে জানা যায়।
গানটা সবার ভালো লাগবে জানিয়ে জীবন ওয়াসিফ জানান,গানটা আমার খুবই পছন্দের। আর সাথে গেয়েছেন জয়া খান। ও খুব ভালো গান করে। দর্শকদের মধ্যে ব্যপক সাড়া ফেলবে গানটি।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।