ইসলামপুরে ৮ম ধাপে নৌকার মাঝি হলেন যারা

🕧Published on:

ইসলামপুরে ৮ম ধাপে নৌকার মাঝি হলেন যারা



 : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ম ধাপে জামালপুর ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন তালিকা প্রকাশ পেয়েছে। 


শুক্রবার (১৩ মে) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত তালিকায় কুলকান্দি ইউনিয়নে সেলিনা আলম,বেলগাছা বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক,চিনাডুলী বর্তমান চেয়ারম্যান আ:ছালাম,সাপধরী ইউনিয়নের শাহালম মন্ডল,নোয়ার পাড়া ইউনিয়নে রোমান হাসান এবং পাথর্শী  ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইফতেখার আলম বাবুলকে নৌকা প্রতিকে মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। 


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। ২৭ মে প্রতীক বরাদ্দ ও ১৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠানের কথা রয়েছে।


আসন্ন নির্বাচনকে ঘিরে উপজেলার পশ্চিমাঞ্চলের ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।