বকশীগঞ্জে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা
🕧Published on:
নূরুজ্জামান খান : জামালপুরের বকশীগঞ্জে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কর্মশালা ২৫ মে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি এর আয়োজনে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
এতে মাষ্টার ট্রেইনার হিসেবে ছিলেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক মনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুলল হক, বকশীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।