বকশীগঞ্জে অবৈধ কারেন্ট ও চায়না জাল পুড়িয়ে ফেললো ভ্রাম্যমান আদালত

🕧Published on:

বকশীগঞ্জে অবৈধ কারেন্ট ও চায়না জাল পুড়িয়ে ফেললো ভ্রাম্যমান আদালত



 : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল পুড়িয়ে বিনষ্ট করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। 


জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দশানী নদীতে অবৈধ কারেন্ট জাল এবং রিং জাল বা চায়না জাল ব্যবহার করে নদী থেকে মাছ ধরার অপরাধে ২টি কারেন্ট জাল ও ৫টি রিং জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 


অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মুনমুন জাহান লিজা। 


উপজেলা নির্বাহি অফিসার মুন মুন জাহান লিজা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে হাতেনাতে ধরতে পারলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী, আনসার ভিডিপি কর্মকর্তা, ইউপি সচিব ও গ্রামপুলিশ সহ সংশ্লিষ্ট সকলে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।