নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল দুটি একত্রিত হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন, স্বপন চন্দ্র, মুকুল হোসেন, আনন্দ কুমার, মামুনুর রশীদ, শামীম শেখ, ফারুক কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী, গোলাম মোস্তফা গামা, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।