সরিষাবাড়ীতে মোবাইলে জুয়া খেলা নিয়ে বন্ধুকে পিটিয়ে হত্যা
🕧Published on:
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধুর হাতে বন্ধু রিফাত (১৭) খুন হয়েছে। ১ সেপ্টেম্বর মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত রিফাত সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের আশরাফ হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বলারদিয়ার গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাহাত মিয়া (২০) ও নিহত রিফাত প্রতিবেশি। ৩১ আগস্ট সন্ধ্যায় বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে মোবাইলে জুয়া খেলার সময় তর্ক বিতের্কের একপর্যায়ে রিফাতকে মারপিট করে।
স্বজনরা আহত রিফাতকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনার পর থেকে ঘাতক রাহাত মিয়া (20) পালিয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা দেয়নি।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।