কাজীপুরে দুই মাদক কারবারি আটক
🕧Published on:
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুরে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বিয়ারা চরপাড়ার আব্দুল মজিদ (৪২) ও চরভানুডাঙ্গা গ্রামের আকাশ আহমেদ (১৯)।
থানা সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান চালায় কাজীপুর থানা পুলিশ। বিয়ারার চরপাড়া বাঁধের ওপর থেকে আব্দুল মজিদকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৫০ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
চরভানুডাঙ্গা গ্রামে আরেকটি অভিযান চালিয়ে আকাশ আহমেদকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
সোমবার সকালে কাজীপুর থানার ডিউটি অফিসার এস.আই মুনছুর বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরেই তাদেরকে জেলে পাঠানো হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।