ওরা এখন বাই সাইকেলে চড়ে স্কুলে যাবে
🕧Published on:
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপর উপজেলার প্রত্যন্ত চরের শিক্ষার্থীদের স্বপ্ন হলো সত্যি। তিনটি বিদ্যালয়ের ৪৫ জন ছাত্রী এখন বাই সাইকেল চালিয়ে নিজ বিদ্যালয়ে যাবে। মঙ্গলবার দুপুরে চরগিরিশ ইউনিয়ন পরিষদের খেলার মাঠে ওই তিন বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বিগত তিনটি অর্থ বছরের অব্যয়িত সাড়ে চারলক্ষ টাকায় এই সাইকেলগুলো ক্রয় করা হয়েছে।
কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার শিক্ষার্থীদেরকে বাই সাইকেলের চাবি প্রদান করেন।
এসময় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রুবা খাতুন বলেন, চরে স্কুলে আসা যাওয়ার জন্যে কোন গাড়ি পাওয়া যায় না। আজকে সাইকেল পেলাম। এখন থেকে যাতায়াতের কষ্ট দূর হলো।
এসময় উপস্থিত ছিলেন চরগিরিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জিয়াউল হক, ইউপি সচিব আবু সাঈদ, প্রকল্পের চেয়ারম্যান আমেনা খাতুন, ইউপি সদস্যগণসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।