জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশার চাদরে ঢাকা পরে চারদিক। সেই সাথে ঝড়তে থাকে শিশির বৃষ্টি। কনকনে ঠান্ডায় গড়ম কাপড়েও শীত নিবারণ করা কষ্টকর হয়ে যাচ্ছে।
শ্রমজীবী মানুষ শীতের কারণে সকালে কাজে বের হতে পারছে না, ফলে চরম বিপাকে পরেছে শ্রমজীবী ও খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সেই সাথে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতোমধ্যে উপজেলাগুলোতে ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে, আরো ১৫ হাজার কম্বল পাওয়া গেছে। এছাড়াও বেসরকারিভাবে প্রায় দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।