শহীদ এম মনসুর আলী স্মৃতি সম্মাননা পেলেন ১০ বিশিষ্টজন

🕧Published on:

 : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় নেতা শহিদ এম মনসুর আলী স্মৃতি সম্মাননা পেলেন কাজিপুরের দশ বিশিষ্ঠ নাগরিক। 

শহীদ এম মনসুর আলী স্মৃতি সম্মাননা পেলেন ১০ বিশিষ্টজন



 সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, চিকিৎসা, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাদেরকে বিশেষ সম্মাননা-২০২৩ দেয়া হয়েছে। 


সোমবার বেলা আড়াইটায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ১০৫ তম জন্মদিনে এই সম্মনানা প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান। 

কাজিপুর পাবলিক লাইব্রেরির আয়োজনে সম্মাননাপ্রাপ্তরা হলেন রাজনীতিতে  আলহাজ্ব মোহাম্মদ নাসিম (মরণোত্তর), সমাজ সেবায় সাবেক এমপি জহুরুল ইসলাম তালুকদার (মরণোত্তর),  চিকিৎসা সেবায় জাতীয় অধ্যাপক ডা.এম.কিউ. কে তালুকদার, শিক্ষায় প্রফেসর মোহাম্মদ তোজাম্মেল হোসেন (মরণোত্তর), শিল্প উদ্যোক্তায় ইঞ্জিনিয়ার এ.কে.এম মোশাররফ হুসাইন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন ভুলু (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান দুদু (মরণোত্তর), শিক্ষানুরাগী এ. কে ইফাজউদ্দিন (মরণোত্তর), সাহিত্যে কবি সালেহা খাতুন (মরণোত্তর) এবং কৃষিতে বিশেষ অবদান রাখায় কৃষিবিদ আব্দৃর রাজ্জাক (মরণোত্তর)। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, শহীদ এম.মনসুর আলী স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।