সেবা ডেস্ক : ঢাকা মহানগ’র দক্ষিণ আওয়ামী লীগে’র সভাপতি বী’র মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেছেন, আওয়ামী লীগ গণমানুষে’র দল। প্রাকৃতিক দুর্যোগ ও কিংবা মনুষ্যসৃষ্ট দুর্যোগেও আওয়ামী লীগ পাশে থাকে।
অন্যদিকে, বিএনপি জনগণে’র পাশে না দাঁড়িয়ে মানুষ পুড়িয়ে মারা’র রাজনীতি করে।
বৃহস্পতিবা’র (১২ ডিসেম্ব’র) রাজধানী’র মেরাজনগরে শীতার্তদে’র মাঝে কম্বল ও চাদ’র বিত’রণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে’র ৫৯ নম্ব’র ওয়ার্ড কাউন্সিল’র আকাশ কুমা’র ভৌমিকে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগ’র দক্ষিণ আওয়ামী লীগে’র যুগ্ম সাধা’রণ সম্পাদক মিরাজ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা মহানগ’র দক্ষিণ আওয়ামী লীগে’র সদস্য অ্যাডভোকেট আসমা আক্তা’র কেকা, আবুল বাশা’র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে’র সং’রক্ষিত আসনে’র কাউন্সিল’র সাহিদা বেগম, শ্যামপু’র ইউনিয়ন আওয়ামী লীগে’র সাবেক সভাপতি কাজী মো. শহিদ উল্যাহ, সাবেক দফত’র সম্পাদক মো. ওম’র ফারুক, কদমতলী থানা ছাত্’রলীগে’র সাধা’রণ সম্পাদক জিহাদ মাতুব্ব’র প্’রমুখ।
আবু আহমেদ মন্নাফী বলেন, জাতি’র পিতা শেখ মুজিবু’র ‘রহমান বঙ্গবন্ধু একজন সাহসী নেতা ছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্’রধানমন্ত্রী শেখ হাসিনাও দুর্দান্ত সাহসী। তা’র নেতৃত্বে দেশ আজ উন্নয়নে’র মহাসড়কে এগিয়ে চলছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।