শীত উপেক্ষা করে লাখো মুসল্লির পদভারে মুখর টঙ্গির ইজতেমার মাঠ

S M Ashraful Azom
0

: কনকনে শীত উপেক্ষা করে গাজীপুরে’র টঙ্গী’র তুরাগ নদী’র তীরে লাখো মুসল্লি’র পদভারে পরিপূর্ণ হয়ে গেছে। এ’রই মধ্যে দেশে’র বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে।

শীত উপেক্ষা করে লাখো মুসল্লির পদভারে মুখর টঙ্গির ইজতেমার মাঠ



 বৃহস্পতিবা’র সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। এ’র আগে বুধবা’র রাতেই পুরো ইজতেমা ময়দান পরিপূর্ণ হয়ে যায়। শুক্’রবা’র থেকে আনুষ্ঠানিকভাবে ৫৬তম বিশ্ব ইজতেমা শুরু হবে।


জানা গেছে, শুক্’রবা’র বাদ ফজ’র থেকে কেন্দ্রীয়ভাবে মূল বয়ান শুরু হবে। এ’রই মধ্যে আগত মুসল্লিদে’র নিজ নিজ দলে’র আমি’র ইজতেমা’র যাবতীয় ইমান, আদব, আখলাক ও শৃঙ্খলা নিয়ে কথা বলছেন। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা’র প্’রথম পর্ব ১৫ জানুয়ারি রোববা’র আখেরি মোনাজাতে’র মধ্য দিয়ে শেষ হবে।


বিশ্ব ইজতেমা’র প্’রথম পর্বে’র মিডিয়া সমন্বয়কারী মুফতি জহি’র ইবনে মুসলিম জানান, বিদেশিরা ইজতেমা ময়দানে’র উত্ত’র-পশ্চিম পাশে অবস্থান নিচ্ছেন। বুধবা’র সন্ধ্যা পর্যন্ত ২৬টি দেশে’র দেড় হাজা’র বিদেশি এসে ময়দানে অবস্থান নিয়েছেন। তাদে’র পাশাপাশি একই সময়ে দেশে’র প্রায় সব জেলা থেকে লাখো মুসল্লি এসে ময়দানে নির্ধারিত খিত্তায় হাজি’র হয়েছেন।


গাজীপু’র মেট্রোপলিটন পুলিশ কমিশনা’র মোল্লা নজরুল ইসলাম জানান, সাড়ে ৭ হাজা’র পুলিশ ও ‘র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী’র সদস্য ইজতেমা’র নিরাপত্তায় নিয়োজিত। কয়েকটি স্তরে’র এ নিরাপত্তা ব্যবস্থায় ইজতেমা ঢেকে রাখা হবে। কোনো ধ’রনে’র বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ঘটতে না পারে, সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে’।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top