বকশীগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

🕧Published on:

 : জামালপুরের বকশীগঞ্জে বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত



 বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সাজেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী ও উন্নয়নে যুব সমাজের সদস্যদের অংশগ্রহণে দৌড়, মোরগ লড়াই, বালিশ নিক্ষেপ সহ ২১টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

বিকালে ফুলদহ পাড়া ইয়াং স্টার ফুটবল একাদশ বনাম পশ্চিম দত্তেরচর ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

পরে ফুটবল খেলায় বিজয়ী ফুলদহ পাড়া ইয়াং স্টার ফুটবল একাদশ সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী লুৎফর রহমান, সমাজসেবক মিজানুর রহমান তালুকদার, আবদুল মান্নান, আবুল হাসেম, ইউপি সদস্য আহসান হাবিব, ইউপি সদস্য জিয়াউল হক, মজনু মিয়া , রবিজল হক তান্ডু, লিয়াকত হোসেন সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।