এবার সংযুক্ত আরব আমিরাতে কত ঘণ্টা করে রোজা রাখতে হবে?

🕧Published on:

: চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের আগামী ২৩ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজান শুরু হবে। তবে এ বছর কত ঘণ্টা রোজা রাখতে হবে সে সময় জানিয়েছে দেশটি।

এবার সংযুক্ত আরব আমিরাতে কত ঘণ্টা করে রোজা রাখতে হবে



 ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট ওয়েবসাইটের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, এ বছর আরব আমিরাতে ১৩ ঘণ্টাব্যাপী প্রত্যেক মুসলিম ব্যক্তিকে রোজা রাখতে হবে। জ্যোতির্বিজ্ঞানের দেওয়া তথ্যানুযায়ী, আগামী ২৩ মার্চ ভোররাতে সেহরি খাওয়ার পর ফজরের নামাজ শুরু হবে ৫টা ২ মিনিটে এবং ইফতার ও মাগরিবের নামাজ (সূর্যাস্ত) হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। সে হিসেবে দেশটিতে প্রথম দিন রোজা রাখতে হবে মোট ১৩ ঘণ্টা ৩৩ মিনিট। এদিকে, রমজান মাস অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে রোজার সময় আরো কিছুটা বেড়ে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত গিয়ে পৌঁছাবে। শেষদিকে ফজরের নামাজ হবে ভোর ৪টা ৩১ মিনিটে এবং মাগরিব হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জাতীয় চাঁদ দেখা কমিটি এ মাসের শুরু এবং শেষের দিন নির্ধারণ করে থাকে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

,

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।