বিইউপিএফ এর কার্য্য নির্বাহী সদস্য কাজিপুরের মুকুল চেয়ারম্যান
🕧Published on:
কাজিপুর প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম(বিইউপিএফ) এর কেন্দ্রীয় কার্য্য নির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
এই ফোরাম দেশের সমস্ত ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্বকারী সরকার অনুমোদিত একমাত্র সংগঠন।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পত্র পাবার কথা জানিয়ে মুকুল চেয়ারম্যান বলেন, সারাদেশের ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের প্রিয় এই সংগঠনের কার্য্য নির্বাহী সদস্য হতে পেরে ভালো লাগছে। এটি নিঃসন্দেহে একটি সম্মানজনক অর্র্জন।
গত ২৭ জানুয়ারিতে বিইউপিএফ এর সভাপতি এসএএম জাকারিয়া আলম স্বাক্ষরিত একটি পত্র পাবার কথা স্বীকার করে মুকুল জানান, মানুষের জন্যে কাজ করতে পারলে যেমন ভালো লাগে, তেমনি তার স্বীকৃতি পেলেও কাজের স্পৃহা বাড়ে। আশা করি এই অর্জন আমাকে আরও জনসম্পৃক্ত হয়ে সৃজনশীল নানামুখী কাজ করতে অণুপ্রাণিত করবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।