ফুলবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় পথচারী বৃদ্ধের মৃত্যু

🕧Published on:

 : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় কানু চন্দ্র সেন (৬৫) নামের এক পথচারী  বৃদ্ধের  মৃত্যু হয়েছে।

ফুলবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় পথচারী বৃদ্ধের মৃত্যু



সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা ধর্মপুর এলাকার ফুলবাড়ী -টু- নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত বৃদ্ধ উপজেলা কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আশুতোষ চন্দ্র সেনের  ছেলে।


প্রত্যক্ষদর্শী নিলাম্বর চন্দ্র সেন ও গৌতম চন্দ্র সেন জানান, ফুলবাড়ী থেকে একটি মালবাহী পিকাপ ভ্যান দ্রুতগতিতে নাগেশ্বরীর দিকে  যাচ্ছিল। পিকাপ ভ্যানটি বেপরোড়া গতিতে ধর্মপুর এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারী বৃদ্ধকে চাপা দিয়ে গুরুতর আহত করে। এ সময় পিকাপ ভ্যানে থাকা দুই সহযোগীসহ চালক পিকাপ ভ্যান রেখে দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। আমরা দ্রুত রক্তাক্ত অবস্থায় আহত বৃদ্ধকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে  খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা-মেট্রো-ন-১৬৪৫১০ নাম্বার  পিকাপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকাপ ভ্যানটির চালকসহ দুই সহযোগী পালিয়েছে।  পিকাপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। নিহতের পরিবার চালকের বিরুদ্ধে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।