কাজিপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন

S M Ashraful Azom
0

 : নানা আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিলো "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে'।  

কাজিপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন



 দিবসটি উপলক্ষ্যে  বৃহস্পতিবার(২ মার্চ) সকাল সাড়ে এগারটায় উপজেলা নির্বাচন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিগণ অংশ নেন। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক পরিমল কুমার তরফদার, বীর মুক্তিযোদ্ধা আব্সু সালাম প্রমূখ।   

সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।  জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করেছে। তাই সকল যোগ্য নাগরিকের উচিৎ তাদের বয়স আঠারো বছর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top