নন্দীগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
🕧Published on:
সেবা ডেস্ক : ৭ মার্চ ঐতিহাসিক দিবস যথাযথ মর্যাদায় বগুড়ার নন্দীগ্রামে পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ মোসলেম উদ্দিন, নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। কর্মসূচি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমান। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, সরফুল হক উজ্জল, শফি উদ্দিন, রেজাউল আশরাফ জিন্নাহ, শামিম শেখ, মামুনুর রশিদ, আলী হাসান, আব্দুল বারিক, তীর্থ সলিল রুদ্র, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।