লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সড়কে অবৈধ বটবটি কেড়ে নিল ফুলেছা বেগম (৫০) বেগম নামের কিন সন্তানের জননীর প্রাণ। তিন সন্তানের ওই জননী সভারচর গ্রামের আবু সাঈদের স্ত্রী।
জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর থেকে মহলগিরি গ্রামের দেলু মিয়া বটবটি দ্রুত বেগে যাওয়ার পথে গোয়ালের চরের সভারচর মোড় নেওয়ার সময় নিজ বাড়ীর সামনে বসে থাকা ফুলেছা বেগমের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন ।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।