নানা কর্মসূচিতে কুড়িগ্রামে মহান মে দিবস পালিত

🕧Published on:

: নানা কর্মসূচিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও মহান মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে এসে মিলিত হয়। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। 

Great May Day is celebrated in Kurigram with various programs



 র‍্যালি ও শোভাযাত্রা শেষে শ্রমিক সংগঠনের নেতৃত্বে এসে স্বাধীনতার বিজয়স্তম্ভে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো:মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন,পৌর মেয়র কাজিউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকনসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। 

 মে দিবসের  সমাবেশ থেকে শ্রমিক নেতা-কর্মীরা তাদরে সদস্যের ওপর নানা নির্যাতন বন্ধ ও তাদের অধিকার আদায়ের জোর দাবি জানান।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।