জামালপুর সংবাদদাতা : জামালপুরে মেলান্দহে ৮ বছরের শিশু ধর্ষক পলাতক মাদ্রাসা শরিফুল ইসলাম (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
জামালপুরের মেলান্দহে পুলিশের হাতে আটক পলাতক শিশু ধর্ষক মাদ্রাসা শিক্ষক শরিফুল ইসলাম |
১১ মে রাতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রুপালী ব্যাংকের সামনে থেকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন ওসি দেলোয়ার হোসেন।
শরিফুল ইসলাম উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।
গত ৯ মে বিকেলে পড়ানোর কথা বলে কোনামালঞ্চ পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শরিফুল ইসলামের ঘরে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুর চিৎকারে দিলে ধর্ষক পালিয়ে যায়। প্রতিবেশিরা শিশুকে উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে প্রেরণ করে । আশংকাজনক অবস্থায় শিশুকে দুই ব্যাগ রক্ত দিয়েও অবস্থার উন্নতি হয়নি।
রাত সাড়ে ৯টার দিকে অবস্থায় শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই শিশুর পরিাবর থানায় মামলা দায়ের করেন।
ওসি দেলোয়ার হোসেন জানান আসামিকে কোর্টে চালান দেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।