[৩৪৯] সিলেটে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩
🕧Published on:
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত আট জনকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস সিলেটের উপপরিচালক মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, মালবাহী একটি ট্রাক সিলেটের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের দূর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। দুর্ঘটনাস্থলের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৮টার দিকে পুলিশি তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।