কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৪৯ নং সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা ও স্মার্ট স্বাস্থ্যকার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মান এবং শিশুদের বিদ্যালয়ে অনুপুস্থিতির হার কমাতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। শিশুদের বিদ্যালয়ে না আসার অন্যতম কারণ শারীরিক অসুস্থতা। তাই সেটির সমাধানে এই স্মার্ট স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা ও স্মার্ট স্বাস্থ্য কার্ড বিতরণ করা হলো।
এই উদ্যোগটি সফল করতে পরিশ্রম করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুখময় সরকার ও কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন।
ইউএনও জানান, স্মার্ট স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা ও স্মার্ট স্বাস্থ্য কার্ড কর্মসূচিতে প্রতিটি শিশুর উচ্চতা, ওজন, বিএমআই, রক্তের গ্রুপ, স্টান্টিং, কৃমি নাশক, দৃষ্টিশক্তি, মানসিক বিকাশ, রক্তস্বল্পতা, টিকা প্রভৃতি প্রতি ৪ মাসে পর্যবেক্ষণ করে ডাটা ক্লাউড তৈরী করা হবে। পরে কিউআর কোডসহ স্মার্ট হেলথ কার্ড সরবরাহ করা হবে। শারিরীকভাবে দুর্বল শিশুরা বিশেষ স্বাস্থ্যসেবা পাবে। এতে করে ঝরেপড়া রোধ করা সম্ভব হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।