বিশ্ব বাজারে সোনা’র দামে পতন

Seba Hot News
0

সেবা ডেস্ক: বিশ্ব’বাজারে নিরাপদ আশ্রয় ধাতু সোনার দামে পতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে সোনার দাম সম্পর্কিত এ তথ্য পাওয়া গেছে।

বিশ্ববাজা’রে কমলো সোনা’র দামে পতন



এতে বলা হয়, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে’র অর্থনীতি’র তথ্য প্রকাশিত হয়েছে। পরিপ্রেক্ষিতে দেশটি’র কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কবে নাগাদ সুদের হার কমা’বে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছেন বিনিয়োগকারী’রা। ফলে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। তাই বুলিয়ন বাজারের চাকচিক্য সামান্য কমেছে। 
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনা’র দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সে’র দর স্থির হয়েছে ২১৭৮ ডলার ৫৩ সেন্টে। এর আগে টানা ৯ দিন বেঞ্চমার্কটি’র মূল্য বৃদ্ধি পেয়েছিল। তাতে গত শুক্রবার আউন্সে সোনা’র দাম উঠেছিল ২১৯৪ ডলার ৯৯ সেন্টে। ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। 

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে’ও ইউএস বেঞ্চমার্ক সোনার দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২১৮৫ ডলারে।

আইজি বাজার কৌশল’বিদ ইয়েপ জুন রঙ বলেন, সম্প্রতি বিশ্ববাজা’রে হু হু করে বেড়েছে সোনার দাম। প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ ধাতুটির দরে বড় উত্থান ঘটেছে। অবশেষে মূল্য নিম্ন’গামী হয়েছে। মূলত, কোনো পণ্যের দাম নিয়মিত চড়া হতে পারে। তবে এরপরই দরপতন ঘটে।   

ব্যবসায়ী’রা মনে করছেন, আগামী ১ জুন সুদের হার কমাবে ফেড। এবার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে তারা। এই সম্ভাবনা রয়েছে প্রায় ৭০ শতাংশ।

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top