শফিকুল ইসলাম: রৌমারী উপজেলা পরিষদ নিবাচনে সরকারি গাড়ি নিয়ে চেয়ারম্যানের প্রচারণা সংবাদটি বিভিন্ন পত্রিকায় ছাপা হলে প্রশাসনের টনক নড়ে।
এক পর্যায়ে মো. সাইদুল আরীফ জেলা প্রশাসক কুড়িগ্রাম এর নির্দেশক্রমে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলীর কাছ থেকে গাড়ির চারিটি ফেরত নিলেন।
উলেখ্য যে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমান আলী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলায় প্রথম ধাপে তফসিল ঘোষণার পরেও কয়েকদিন ধরে সরকারী গাড়িটি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা, শোডাউন ও মহড়া করে আসছিল এবং সাংস্কৃতিক ও যাত্রা মঞ্চে ভোট প্রার্থনা করে আসছিলেন।
এ নিয়ে গত সোমবার (১৫ এপ্রিল) উপজেলার টাপুরচর ও চরশৌলমারী এলাকায় সরকারি গাড়ি ব্যবহার করে যাত্রা মঞ্চে ভোট চাওয়ায় কয়েকজন প্রার্থী এ অভিযাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম দফায় উপজেলা পরিষদের তফসিল ঘোষণার পরেও রৌমারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. ইমান আলী সরকারি গাড়ী কিভাবে ব্যবহার করে প্রতিনিয়তই উপজেলার টাপুরচর, চরশৌলমারী, লাউবাড়ি, খরানিরচর, শেখের বাজার, বাগুয়ার চরসহ বিভিন্ন এলাকার নির্বাচনী উঠান বৈঠক, যাত্রা মঞ্চ, মেলা, ধর্মীয় সভা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচার-প্রচারণা, শোডাউন মহড়া ও দোয়া থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট সকল ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি।
পরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তাকে অবগত করলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।