নন্দীগ্রামে চোর সন্দেহে তিনজন ও মাদক কারবারি গ্রেপ্তার

Seba Hot News
0

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মধ্যরাতে চুরি-ছিনতাইসহ ধর্তব্য অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কায় তিনজন ও মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নন্দীগ্রামে চোর সন্দেহে তিনজন ও মাদক কারবারি গ্রেপ্তার

থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
গতকাল শনিবার গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। 

এর আগে শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার ঢাকুইর ও উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার-কদমকুড়ি সড়কের সোনাপুকুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। 

গ্রেপ্তারকৃতরা- কদমকুড়ি এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে মাদক কারবারি শফিকুল ইসলাম (৩৫), চোর সন্দেহে ঢাকইর মহল্লার জয়ান পাগলার ছেলে মোহাম্মদ আলী (৩৪), একই মহল্লার মৃত মোজাহার আলীর ছেলে আব্দুল মোমিন (৩৫), জোব্বার আলীর ছেলে ওয়াহেদ মন্ডল (৪৫)।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক শাহ সুলতান হুমায়ুন জানান, ধুন্দার-কদমকুড়ি সড়কের সোনাপুকুর এলাকার একটি মুদি দোকানের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শফিকুল পালানোর চেষ্টা করে। এসময় তাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে পৌর এলাকার ঢাকইর মহল্লার মাঠে সেচ ঘরের কাছে মধ্যরাতে তিনজন ব্যক্তি সন্দেহজনক অবস্থান নেয় খবর পেয়ে তাৎক্ষনিক ধর্তব্য অপরাধ নিয়ন্ত্রণে সেখানে অভিযান চালায় পুলিশ। 

জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে ব্যর্থ হওয়ায় চুরি-ছিনতাইসহ যেকোন ধর্তব্য অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কায় তিনজনকে আটক করা হয়। 

তাদেরকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ ।

(ads1)
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top