সেবা ডেস্ক: ইরানে ইসরায়েলের হামলায় নিহত দুই সেনার বিষয়ে ইরানের দাবি, তারা ইসরায়েলি ড্রোন আকাশেই ধ্বংস করেছে। ইরান-ইসরায়েল দ্বন্দ্বে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
ইরানে ইসরায়েলের হামলায় নিহত ২ সেনা, ইরানের দাবি: ড্রোন প্রতিহত |
ইরানের তিনটি প্রদেশে ইসরায়েলের হামলায় দুইজন ইরানি সেনা নিহত হয়েছেন, এমনটাই জানায় ইরানের সেনাবাহিনী। ইলাম, খোজেস্তান ও তেহরান প্রদেশের সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইরান। হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেও, তাদের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে ইসরায়েলি ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। ইরান কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজে ড্রোন প্রতিরোধের দৃশ্য অনলাইনে ভাইরাল হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ইরানের হামলার জবাব সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনী। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনা দুই দেশের মধ্যে আরও সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। গত বছর অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় এবং সাম্প্রতিক সময়ে লেবাননেও ব্যাপকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলার ফলে হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ায়, প্রতিশোধ নিতে ইরান ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ বছর এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা।
ইরান ও ইসরায়েলের এই সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।