আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের রিট

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট। নির্বাচনে অংশগ্রহণ থেকেও বিরত রাখতে নির্দেশ চাওয়া হয়েছে।

আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের রিট


বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশনসহ ১১টি রাজনৈতিক দলের সকল কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এই রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি কঠোর নির্দেশনার আবেদন জানানো হয়েছে। আবেদনকারীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমসহ তিনজন এই রিটটি দাখিল করেছেন।

এছাড়া, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে আরেকটি রিট করেছেন আবেদনকারীরা, যার শুনানি আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রিটে দাবি করা হয়েছে যে, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস এবং নির্বিচারে মানুষ হত্যার দায়ে আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট ১১টি দলের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা ও ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এই ১১টি দলের মধ্যে জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, মার্ক্সিস্ট-লেলিনিস্ট (বড়ুয়া), সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশসহ অন্যান্য দলগুলোকে প্রতিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top