হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
বকশীগঞ্জে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত |
২৪ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় ধাধুয়া গ্রামে ইয়াং স্টার এর উদ্যোগে ব্যাডমিন্টন ফাইনাল খেলার উদ্বোধন করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরান শরীফ ইমু।
এতে সভাপতিত্ব করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোতালেব।
এসময় প্রধান অতিথি ছিলেন ধানুয়া কামালপুর স্থল বন্দরের আমদানি রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসূল সেতু।
এসময় উপস্থিত ছিলেন ধানুয়া ১ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য মুর্শেদ আলি, ইমামুল হক, মোতাহার হোসেন রিপন,বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী ডাঃ হাবিবুর রহমান, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, সাজ্জাদ তাইমুর, শেখেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ আলম, সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জ মিয়া,শাকুল মিয়া, শফিকুল ইসলাম ,ফুলু মিয়া সহ আরও অনেকেই।
ব্যাডমিন্টন ফাইনাল খেলায় অংশগ্রহণকারী বকশীগঞ্জ ব্যাডমিন্টন ও বালুর গ্রাম ব্যাডমিন্টন এর মধ্যকার খেলায় বকশীগঞ্জ ব্যাডমিন্টন জয়লাভ করেন।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন মোঃ নুর হোসেন ও আশিকুর রহমান রানা। ফাইনাল খেলার পুরস্কার দাতা ছিলেন সাদিয়া গ্রুপ ঢাকা উত্তরার জেনারেল ম্যানেজার আব্দুল মতিন তাইফুর।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।