আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচারের দাবীতে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা।
![]() |
জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচারের দাবীতে সড়ক অবরোধ |
রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সাড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
গতকাল শনিবার সকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় মুজিব বাহিনীর ব্যানারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে। কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় এবং ওই মিছিলের প্রতিবাদে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে দয়াময়ী মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে তারা। এ সময় টায়ারে আগুন জ¦ালিয়ে ও ইট দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে প্রশাসনের আশ^াসে সাড়ে তিন ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা, এ সময় শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহনী বারবার মিছিল করছে কিন্তু প্রশাসনের টনক নড়ছেনা। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করে গ্রেফতার করছে সাধারণ মানুষ ও সাধারণ কর্মীদের। এই দায় প্রশাসনকেই নিতে হবে। আমরা ফ্যাসিস্টদের কোন ভাবেই ছাড় দেবো না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করেছে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, তারা নিরব ভূমিকা পালন করছে। তাই ছাত্রসমাজ আজ মাঠে নেমেছে, আমরাই তাদের প্রতিহত করব।
অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ করেন প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রশাসনের আশ^াসে সাড়ে তিন ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছি, আপাতত ছাত্ররা আন্দোলন স্থগিত করেছে। একটা সময় নির্ধারণ করে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বসে তাদের আন্দোলনের ইস্যু শুনতে চাই। আমরা তাদের আশ^স্ত করেছি, তাদের আন্দোলনের প্রতিটি ইস্যু আইনগতভাবে নিরসন করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।