জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম বলেছেন, গণতন্ত্রের মূল কথা নির্বাচিত সরকার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আমাদের দল সুস্পষ্টভাবে ঘোষণা করেছে ক্লিন ইমেজের লোকেরা এবার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবে।
![]() |
ক্লিন ইমেজের লোকেরা এবার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবে - জামালপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল কাইয়ুম |
তবে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং কর্তৃত্ববাদী কোন নেতাকে আমরা মেনে নেব না। নেতাকর্মীকে ভালোবাসতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। আমরা কারও গোলাম না, গোলামের মত আচরণ কেউ করবেন না। আমরা ভাই, ভাইয়ের মত থাকব। নেপথ্যে থেকে বকশীগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি চালাবে এটা মেনে নেয়া যায়না।
বিএনপি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দল এখানে কোন সন্ত্রাসী, স্বৈরাচার নেপথ্যে থেকে দল চালাতে পারবে না।
আরও পড়ুন:
সোমবার (৫ মে) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা মনে করি দেশে সংস্কার প্রয়োজন, তবে আসল কর্তব্য হলো নির্বাচন ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা দ্রুত সংস্কার সাধন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র চালু হতে পারে না।
বিগত ২০০৮, ১৪, ১৮, ২৪ এই চারটি নির্বাচনে মানুষ কোনভাবেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেমাবার দুুপুরে উপজেলার প্রবেশপথ চৌধুরী বাড়ী মোড় হতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের গাড়ি বহর নিয়ে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেলসহ শোভাযাত্রা শুরু করে।
এ সময় ঝগড়ারচর, নিলখিয়া, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
এসব পথসভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সরকার রাসেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৭ বছর এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ভোট দেওয়ার পরিবেশ আবার তৈরি হয়েছে। অন্তর্র্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহবান জানান তারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।