সেবা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম বলেছেন গত পতিত সরকারের দোসরদের কাছ থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
![]() |
পরাজিত শক্তি যেন ফায়দা হাসিল করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে: বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম |
অন্তর্বতী সরকারের দুর্বলতার কারণে আমাদের মধ্যে যেন অনৈক্য সৃষ্টি না করতে পারে এবং পরাজিত শক্তি যেন ফায়দা হাসিল করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।
সোমবার (৫ মে) বিকালে জামালপুরের বকশীগঞ্জে নিজ এলাকায় আগমন উপলক্ষে নিলাখিয়া চৌরাস্তা মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম বলেন, অর্ন্তবর্তী সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যে ঐক্য রয়েছে সেটা যেন ঠিক থাকে।
আরও পড়ুন:
বর্তমানে দেশের মানুষ তাদের অধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। আমি দলে কোন বিভেদ চাই না তাই আমি ঐক্যের বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। সাবেক এই আইজিপি পথসভায় বলেন, যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী তাদের সবাইকে নিয়ে দল পরিচালনা করা হবে।
এজন্য যারা দলের বাইরে রয়েছেন তাদের দলে অন্তর্ভুক্ত করতে হবে।
এসময় তিনি ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অর্ন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান।
পথসভায় এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সাবেক যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সহসভাপতি রকিবুল হাসান বাবুল, সাবেক সদস্য সচিব আ: কাইয়ুম, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মো. শহিদুল্লাহ, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল সহ সাবেক বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
দীর্ঘদিন পর বকশীগঞ্জ আগমন উপলক্ষে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের নেতৃত্ব বিপুল সংখ্যক নেতা কর্মী তাকে বরণ করেন। পরে আরও তিনটি পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম।
এসময় বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।