উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের অনুমতি না নিয়ে স্কুল আঙ্গিনার ২১ টি ছোট-বড় গাছ কাটার অভিযোগে উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
![]() |
উল্লাপাড়ায় বিনা অনুমতিতে স্কুলের গাছ কাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ |
আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে সোমবার সকালে এ নোটিশ প্রদান করা হয়।
অভিযোগকারী জাহাঙ্গীর ও শাহজালাল জানান, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে সরকারের অনুমতি ছাড়াই ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন তার স্কুল আঙ্গিনায় থাকা ২১ টি বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেটে গোপনে বিক্রির জন্য পায়তারা করছিলো।
আরও পড়ুন:
যার আনুমানিক মুল্য দুই লক্ষ টাকা। বিষয়টি জানাজানি হলে কর্তনকৃত গাছ বিক্রয়ের সময় বাঁধা দেয় গ্রামবাসী। গ্রামবাসী পরে খবর নিয়ে জানতে পারে সরকারের অনুমতি ছাড়াই তিনি এ গাছগুলো কেটে গোপনে বিক্রির চেষ্টা করছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর আলম ও শাহ জালাল নামের দুই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে ঐ স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নোটিসের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।