কাজিপুরে এডভোকেসি সভা

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের আইনি সহায়তা ও আয়বৃদ্ধিমূলক সেবা প্রাপ্তির বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

কাজিপুরে এডভোকেসি সভা
কাজিপুরে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নে এডভোকেসি সভা


বুধবার বেলা এগারটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও দেওয়ান আকরামুল হক। 


তিনি নারীদের জীবন মানের উন্নয়নে সরকারি সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা, প্রশিক্ষণ প্রদান ও আইনি সহায়তা পেতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান। 


আরও পড়ুন:


বেসরকারি উন্নয়ন সংস্থা শার্প এর পরিচালক সাফিয়া সুলতানা সভায় সভাপতিত্ব করেন। সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো  অপারেশন (এসডিসি) ও গেøাবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর অর্থায়নে এবং জিএফএ কনসাল্টেন্সি গ্রæপ(জিএবিএইচ) এর সহায়তায় কাজিপুরের নাটুয়ারপাড়া ও তেকানি ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের সহায়তায় কাজ করছে সংস্থাটি। অনুষ্ঠানে নানাক্ষেত্রে অবহেলিত ও নির্যাতিত ওই দুই ইউনিয়নের দশজন  নারী তাদের বিভিষীকাময় জীবনের চিত্র তুলে ধরেন। 


এসময় অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ তাদের সহায়তার আশ্বাস দেন।  একইসাথে তাদের জীবনমাণের উন্নয়ন ও সেবা প্রাপ্তির বিষয়ে অধিকার সচেতন করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইন চার্জ নূরে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। অন্যদের মধ্যে সংস্থাটির উপ পরিচালক গোলাম কিবরিয়া, কো অর্ডিনেটর রেজাউল করিম, সাংবাদিক আবদুল জলিল, শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top