বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাক চাপায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক নারীর (৩৫) নিহত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় এদুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকটি রেখেই পালিয়ে যান ঘাতক চালক।
স্থানীয় সূত্র জানান, যদুরচর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। এসময় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।
আরও পড়ুন:
তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করছিলেন। সবাই তাকে মানসিক প্রতিবন্ধী হিসেবেই চেনেন। তার বাড়ি কোথায় সেটা কেউ বলতে পারছেন না।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায় নি। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।