জামালপুরে ১৯ মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের সরিষাবাড়ীতে ১৯টি মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জামালপুরে ১৯ মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার


সোমবার (২৮ জুলাই) দুপুরে পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


আটককৃত শিপন মিয়া পৌরসভার সাতপোয়া মধ্যপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। তার কাছ থেকে পুলিশ ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা।


আরও পড়ুন:


সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, "শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৭টি এবং জামালপুর সদর থানায় ২টি মামলা রয়েছে। কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ দুপুরে তাকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়। 


শিপনের গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top