কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ছয় বছরের ছেলে শিশুর বলাৎকারকারী সজিবের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ (৬ জুলাই) বেলা ১১ টায় আলমপুর টু শ্যামপুর সড়কের স্বর্নকার পাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযুক্ত সজিবের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন নির্যাতনের শিকার শিশুটির পিতা বাবর আলী ও তার পরিবারের সদস্যগণ।
বাবর আলী বলেন,যে এমন জঘণ্যকাজ করতে পারে সে অমানুষ। আর অমানুষের স্থান উন্মুক্ত আলো বাতাসে হতে পারে না।আমি তার ফাঁসি চাই।
আরও পড়ুন:
ঘন্টাকালব্যাপী স্থায়ী মানববন্ধনে পরিবারের লোকজনের সাথে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। তারা অবিলম্বে সজিবকে গ্রেপ্তার করতে থানা পুলিশের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ( ৪ জুলাই) সকাল দশটায় কাজিপুর পৌরসভার আলমপুর গ্রামের মাসুদ রানার পুত্র সজিব (২০) ছয় বছরের শিশুকে বলাৎকার করে। ওইদিন বিকেলে শিশুটির পিতা বাদী হয়ে কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। থানা পুলিশ গত শনিবার শিশুটিকে সিরাজগঞ্জ কোর্টে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে জবানবন্দী রেকর্ড করিয়েছে। একইসাথে শিশুটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।