লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের ভয়াবহ ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর ও ফকির পাড়া নদীর ভাঙ্গন রোধের দাবী জানিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নদী ভাঙ্গনে এই অঞ্চলের শত শত পরিবার দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।
আরও পড়ুন:
তিনি বলেন, যুগের পর যুগ ধরে যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন ইসলামপুরের মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এ অঞ্চলের ভিটেমাটি হারিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই ভাঙ্গন রোধে দীর্ঘ মেয়াদী ও টেকসই ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। এ সময় তিনি ব্রহ্মপুত্র ও যমুনার ভাঙ্গন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সর্বাত্মক চেষ্টা করার কথা ব্যক্ত করেন।
মানববন্ধনে পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।