কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চালিতাডাঙ্গ ইউনিয়নের ভানুডাঙ্গা কওমী মাদ্রাসা হতে ঈদগাহ মাঠ পর্যন্ত সাড়ে ছয়শ মিটার নতুন একটি কাঁচা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
কাজিপুর উপজেলা পরিষদের ২ লাখ টাকা বরাদ্দে এলাকাবাসির চলাচলের জন্যে রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
আরও পড়ুন:
বুধবার বিকেলে তিনি রাস্তাটির উদ্বোধন করেন। নির্মাণকাজ করছেন চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি বাবলু মিয়া।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শামীম আহমেদ টমাস ও আসাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদ রুবেল প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।