জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিট সহ দুই কালোবাজারি আটক

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: আন্তঃনগর ট্রেনের ২১টি আসনের টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিট সহ দুই কালোবাজারি আটক


বুধবার (৩০ জুলাই) জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- ইসলামপুর উপজেলার বিল্টু মিয়া (৪৫) ও মেলান্দহ উপজেলার বিল্লাল হোসেন (৩০)। 


এ সময় তাদের কাছ থেকে টিকিট, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।


আরও পড়ুন:


রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুর থেকে ১৫টি টিকিট ও ১ হাজার ৮৪০ টাকাসহ বিল্টু মিয়াকে এবং তার দেওয়া তথ্যে মেলান্দহ থেকে ৬টি টিকিট ও ১ হাজার ৬০০ টাকাসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়।  


তারা ‘সেবা অ্যাপ’-এ একাধিক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে নিয়মিত টিকিট কিনে অতিরিক্ত দামে বিক্রি করতেন। ২২৫ টাকার টিকিট ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতেন।


জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অনলাইন টিকিট কালোবাজারি রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top