শফিকুল ইসলাম: রৌমারীতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেকু মেশিন মালিক আব্দুস ছাত্তার এর ৫০ হাজার টাকা ও জিঞ্জিরাম নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এমদাদুল হককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকালের দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের লাঠিয়ালডাঙ্গা এলাকায় এ অভিযান চালনা হয়।
অভিযুক্ত আব্দুস ছাত্তার রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গি গ্রামের বাসিন্দা ও এমদালুল হক উপজেলার টাংগারিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উজ্জল কুমার হালদার।
আরও পড়ুন:
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছে। ভেকুর মালিকদের বারবার সতর্ক করে দেওয়া হলেও তারা মানতো না।
গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জসহ সঙ্গিয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয় এবং এর সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয় ভেকুর মালিককে ৫০ হাজার ও ড্রেজার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
যেখানেই ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটবে, সেখানেই প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।