স্মার্ট রাইডারদের জন্য ‘মুনসুন অফার’ ঘোষণা

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: দেশজুড়ে নতুন এক ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক বাইক ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘রিভো মনসুন অফার’ শীর্ষক এ ক্যাম্পেইনে ক্রেতারা প্রতিটি রিভো বৈদ্যুতিক বাইকের সাথে পাবেন বিশেষ উপহার ও উপভোগ করবেন আকর্ষণীয় ছাড়।   

স্মার্ট রাইডারদের জন্য ‘মুনসুন অফার’ ঘোষণা
সারা দেশের স্মার্ট রাইডারদের জন্য ‘মুনসুন অফার’ ঘোষণা করল রিভো বাংলাদেশ 


দেশের সকল রিভো অনুমোদিত ডিলার শোরুমে আগামী ৮ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভো বৈদ্যুতিক কেনার এ অফার উপভোগ করবেন ক্রেতারা। অফারের আওতায় যেকোন মডেলের রিভো বৈদ্যুতিক বাইক কিনলেই ক্রেতারা পাবেন একটি সার্টিফায়েড হেলমেট, টেকসই ও প্রিমিয়াম মানের রেইনকোট, একটি সিগনেচার রিভো চাবির রিং ও একটি ফ্রি সার্ভিস কুপন। আর এই সবকিছুই ক্রেতারা পাবেন একদম বিনামূল্যে।   


রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, “আমাদের ওপর আস্থা রাখার জন্য এই মুনসুন অফারের মাধ্যমে আমরা আমদের সকল গ্রাহককে ধন্যবাদ জানাতে চাই। আমরা চাই আমাদের রাইডাররা দায়িত্বের সাথে নিরাপদে চলাচল করেন, সেই সাথে আমরা যে তাদের সাথেই আছি, এটাও যেন তারা অনুভব করেন; বিশেষ করে বর্ষার মত এমন কঠিন সময়ে।     


আরও পড়ুন:


এই ফ্রি সার্ভিস কুপনটির মেয়াদ বাইক কেনার ১২ মাস পর্যন্ত থাকবে। এ সময়ের মধ্যে বাইকে কোনো ধরনের সমস্যা হলে বাইকের মালিক একটি সার্ভিস পাবেন সম্পূর্ণ বিনামুল্যে। এতে করে নিজের বাইকটিকে ভালো অবস্থায় রাখতে মালিককে অতিরিক্ত খরচ নিয়ে ভাবতে হবে না।   


ক্যাম্পেইনে ক্রেতারা রিভো শোরুমে ব্র্যান্ডটির সবচেয়ে জনপ্রিয় ও নতুন ই৫২, সি৩২ওয়াই, এ১২এস, এ১০ এবং সদ্য বাজারে আসা মডেল এ১১ ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং চালিয়েও দেখতে পারবেন। আর এই প্রতিটি মডেলই শহরের রাস্তায় দক্ষতা ও সাহসিকতার সাথে বাইক চালনো নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।


ভবিষ্যৎ উপযোগী ও স্মার্ট প্রযুক্তির ওপর ভিত্তি করে রিভো উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও হাই-পারফরমেন্স সম্পন্ন  দুই চাকার বাহন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিদিন ব্যবহারের ওপর ভিত্তি করে চালানো সাধারণ দুই চাকার বৈদ্যুতিক বাহন থেকে শুরু করে প্রিমিয়াম মানের বাইক রিভো বাংলাদেশ তার যাত্রীদের জন্য সহজলভ্য করেছে। এছাড়াও, বাংলাদেশী যাত্রীদের জীবনযাত্রার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের সমাধান নিশ্চিতে কাজ করে যাচ্ছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top