জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল


 সোমবার (১৪ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল এই কর্মসুচির আয়োজন করে।  


বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি অতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সহ সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হাসান মিঠুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 


এ সময় বক্তারা বলেন, দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করে দায় চাপায় ছাত্রদলের উপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভূত্থ্যানের পটভূমি তৈরি হয়েছিলো। 


আরও পড়ুন:


বিএনপি ৩৬ দিনে তৈরি হওয়া কোন দল নয়। আমরা সতর্ক করছি আরেকবার যদি এই গুপ্তচক্র জাতীয়তাবাদী ছাত্রদলের নামে মিথ্যা অপপ্রচার চালায়। 

এখন যারা তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে রাজপথে তাদের জবাব দেয়া হবে। আমরা কোনো মিথ্যা কলঙ্ক মেনে নেব না। 

ছাত্রদল কখনো বিশৃঙ্খলা সৃষ্টিার রাজনীতি করেনা। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশে বিশ^াসী, মত প্রকাশের স্বাধীনতায় বিশ^াসী। যারা গোপনে মব সৃষ্টি করে, তারা প্রকৃত শিক্ষা ও গণতন্ত্রের শত্রু। 

আমরা সরকার ও সংশ্লিষ্টদের কাছে দাবি জানাই এই গুপ্তচক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top