রৌমারীতে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্রহ্মপুত্র নদীভাঙ্গনের ক্ষতিগ্রস্থ দুইশতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। 

রৌমারীতে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ


বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদ থেকে এ চাল বিতরণ করা হয়। 


বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুজউদ্দিন, চরশৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল, সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ইতোমধ্যে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর, ঘুঘুমারী, গেন্দার আলগা ও সুখেরবাতি সহ কয়েকটি গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদীভাঙ্গনের শিকার হন। 


আরও পড়ুন:


ওই পরিবারগুলো বর্তমানে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে। নদীভাঙ্গনরোধে ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূণর্বাসনের দাবীতে ওই এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছেন। 


বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে, তিনি দ্রæত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ মেট্রিকটন চাল বরাদ্দ দেন। 


উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, নদীভাঙ্গনের শিকার হয়ে যারা নিঃম্ব হয়েছেন বা থাকার ঘর নেই, তারা যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top