শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্রহ্মপুত্র নদীভাঙ্গনের ক্ষতিগ্রস্থ দুইশতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদ থেকে এ চাল বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুজউদ্দিন, চরশৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল, সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইতোমধ্যে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর, ঘুঘুমারী, গেন্দার আলগা ও সুখেরবাতি সহ কয়েকটি গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদীভাঙ্গনের শিকার হন।
আরও পড়ুন:
ওই পরিবারগুলো বর্তমানে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে। নদীভাঙ্গনরোধে ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূণর্বাসনের দাবীতে ওই এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছেন।
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে, তিনি দ্রæত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ মেট্রিকটন চাল বরাদ্দ দেন।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, নদীভাঙ্গনের শিকার হয়ে যারা নিঃম্ব হয়েছেন বা থাকার ঘর নেই, তারা যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।