লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে কাবিখা প্রকল্পের রাস্তা নির্মান না করেই বরাদ্দ উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চর পুটিমারী ইউনিয়নের সংরক্ষিত মহিল্রা সদস্য আছিয়া বেগম ও ইউপি সদস্য আলাল উদ্দিন সরকারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার টর পুটিমারী ইউনিয়নের ২৪/২৫ অর্থবছরে গ্রামীন অবকাঠামো সংস্কার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি(কাবিখা) কর্মসূচীর আওতায় চিনার চর গ্রামের নামা পাড়া ফাহিমের বাড়ী হতে ময়নালের বাড়ী হয়ে আমেজ উদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মানে প্রকল্প গ্রহন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১০.২৪০ টন চাল বরাদ্দ মিলে। কাজের মেয়াদ পেরিয়ে গেলেও চাল বিক্রির টাকা পকেটস্থ করলেও অধ্যবদি সংশ্লিষ্ট প্রকল্পে কোনো কাজ না হওয়ায় ক্ষুব্দ হয়ে উঠে এলাকাবাসী। সরেজমিন গিয়ে প্রকল্পভুক্ত রাস্তাটি কোন মাটির কাজ দেখা যায়নি।
আরও পড়ুন:
এলাকাবাসী জবেদ আলী, হোসেন আবুল , আমেজ উদ্দিন,ফজল শেখ বলেন, কাজ নামে প্রকল্প দিয়ে কাজ না করে অর্থ আত্বস্বাত করেছেন ইউপি সদস্য আছিয়া বেগম ও আলাল উদ্দিন।
তাদের দূর্ণীতির কারনে উন্নয়ন থেকে বঞ্চিত সাধারণ মানুষ। গুরুত্বপূর্ন এই রাস্তাটি প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রীসহ হাজার মানুষের যাতায়াত।
দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে চলাচল করতে হয়। রাস্তাটি দ্রæত নির্মানের দাবী জানাই ।
প্রকল্পের সভাপতি আছিয়া বেগম বলেন-আমি কাজ করতে চেয়েছিলাম,কিন্তু এলাকার মানুষ আমাকে মাটি কাটতে দেয়নি।
সেক্রেটারী ইউপি সদস্য আলাল উদ্দিন সরকার বলেন- টাকা উত্তোলন হয়েছে কিন্তু কাজ করতে পারিনি। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ মাস্টারকে একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায়নি।
উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের মোল্লা জানান- প্রকল্পটি পরিবর্তনের আবেদন করে অন্যত্র কাজ করেছিল। আবেদন মঞ্জুর না হওয়ায় আগের প্রকল্পই রয়েছে।
তবে দ্রæত কাজ করা হবে। ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিলকে একাধিক বার ফোন দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।