কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মো. আলী হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় এ অভিযান পরিচালিত হয়।
![]() |
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারি আলী হোসেন'কে গ্রেফতার |
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম পশ্চিম রামখানা এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে আলী হোসেনকে মাদকসহ আটক করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাগেশ্বরী থানা পুলিশের একটি দল সফলভাবে এই অভিযান পরিচালনা করেছে।
আরও পড়ুন:
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।